Headlines
Loading...
বর্ধমানে জাতীয় সড়কের ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির  মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বর্ধমানে জাতীয় সড়কের ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্যফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সাতসকালে বর্ধমানের বেচারহাটের কাছে জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ বর্ধমান থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয় মানুষ জানিয়েছেন, এই ব্যক্তিকে গত কয়েকদিনে এই এলাকায় বেশ কয়েকবার ঘুরে বেড়াতে দেখা গেছে। তারা জানিয়েছেন, ওই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক ছিল না। সম্ভবত ভবঘুরে ছিল মৃত ব্যক্তি। তবে আচমকা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় আলোড়ন ছড়িয়েছে।

0 Comments: