728x90 AdSpace

Latest News

Thursday, 19 August 2021

সম্বর্ধনার জোয়ারে ভেসে গেলেন জেলার নতুন তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব পাবার পর বৃহস্পতিবার বর্ধমানে জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এলেন কাটোয়ার বিধায়ক, কাটোয়া পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন কাটোয়া শহর থেকে বর্ধমান আসার পথে জায়গায় জায়গায় রবিবাবুকে সম্বর্ধনা জানায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 

বর্ধমান শহরে ঢোকার মুখে ভোতারপাড় এলাকায় তাঁকে সম্বর্ধনা জানান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান। বাজেপ্রতাপপুরে তাঁকে সম্বর্ধনা জানান, নুরুল আলমের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরপর বর্ধমান ষ্টেশন থেকে তাঁকে মোটরবাইক মিছিল করে পার্টি অফিস নিয়ে আসেন রবিবাবুর অত্যন্ত ঘনিষ্ট তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আজিজুল হক মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। 

এদিন পার্টি অফিসে তাঁকে বিপুল সম্বর্ধনা জানায় তৃণমূল কংগ্রেসের কর্মী, নেতৃত্বরা। উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী তথা প্রাক্তন জেলা সভাপতি স্বপন দেবনাথ, সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন জেলা মহিলা সভানেত্রী শিখা সেনগুপ্ত সহ জেলার অন্যান্য বিধায়ক থেকে নেতা নেত্রী ও কর্মীরা।


সম্বর্ধনার জোয়ারে ভেসে গেলেন জেলার নতুন তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top