728x90 AdSpace

Latest News

Saturday, 21 August 2021

ঝটিকা সফরে বর্ধমানে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দাবার প্রচার ও প্রসারে ঝটিকা সফরে বর্ধমানে ঘুরে গেলেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এক অনুষ্ঠানে ছোটদের সঙ্গে খেললেন দাবাও। পূর্ব বর্ধমান দাবা সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্র্যান্ড মাস্টার কে সংবর্ধনার পাশাপাশি বর্ধমান জেলার প্রতিভাবান দাবাড়ু বৃষ্টি মুখার্জিকেও সংবর্ধনা জানানো হয়। 


দিব্যেন্দু বড়ুয়া বলেন, জেলাতেই ছড়িয়ে আছে প্রতিভা। সুযোগ সুবিধা কলকাতা কেন্দ্রিক হলেও জেলাগুলোতেও এই খেলার উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে পারলে অনায়াসে উঠে আসতে পারে বহু নতুন দাবাড়ু। তিনি বলেন, অভিভাবকদের তাঁদের সন্তানের প্রতি আরো সহনশীল হতে হবে। চাপ সৃষ্টি করলে হবে না। এদিন খুদেদের সঙ্গে খেলতে গিয়ে একসঙ্গে আট টি বোর্ডে দাবার চাল দিয়ে অনুপ্রেরণা তৈরি করে যান গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু।
ঝটিকা সফরে বর্ধমানে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top