Headlines
Loading...
খেলতে খেলতে বারান্দা থেকে পড়ে বর্ধমানে মর্মান্তিক মৃত্যু শিশুর

খেলতে খেলতে বারান্দা থেকে পড়ে বর্ধমানে মর্মান্তিক মৃত্যু শিশুর


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সোমবার সকালে মর্মান্তিকভাবে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। মৃতের নাম নিলাদ্রী মণ্ডল। মৃত শিশুর বাবা সর্বেশ্বর মণ্ডল বর্ধমান জেলার ১০০ দিনের প্রকল্পের নোডাল অফিসার। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এদিন সকালবেলায় বর্ধমান শহরের সাধনপুর এলাকার সরকারী আবাসনের তিনতলার বালকনিতে খেলছিল ছোট্ট নিলাদ্রী। 

আচমকাই বালকনির রেলিং থেকে সরাসরি নিচে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়েই এদিন হাসপাতালে ছুটে যান জেলাশাসক প্রিয়াংকা সিংলা সহ জেলা প্রশাসনের প্রায় সমস্ত আধিকারিকরাই। মর্মান্তিক এই ঘটনায় গোটা প্রশাসনিক মহলেও তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments: