Headlines
Loading...
গলসীতে পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

গলসীতে পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির প্লাস্টার করা ইটের দেওয়াল ধ্বসে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম জাহেদা বিবি (৬২)। তিনি গলসি থানার শিড়রাই গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাহেদ বিবি বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি ইঁটের পাঁচিল আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পরে। 

পাঁচিলের নিচে চাপা পরে যান বৃদ্ধা। স্থানীয়রা দ্রুত ইঁট সরিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান গত কয়েকদিনের বৃষ্টির কারনে ইঁটের পাঁচিলের ভিত নড়বড়ে হয়ে যাওয়ায় এই বিপত্তি। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments: