728x90 AdSpace

Latest News

Friday, 11 June 2021

পায়খানার চেম্বার পরিষ্কার করতে নেমে মৃত্যু দুই ভাইয়ের, শোক পরিবারে


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পায়খানার চেম্বার পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলের পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী-১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বগপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। মৃত দুই ভাইয়ের নাম সামাদ শেখ (২৬) ও মিলন শেখ। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দু ভাই নিজেদের বাড়ির পায়খানার চেম্বারের (কুয়ো) ঢাকনা খুলে পরিষ্কার করার জন্য উদ্যোগ নেয়। হঠাৎ বড় ভাই কুয়োর মধ্যে পড়ে গেলে ছোট ভাই তাকে বাঁচাতে কুয়োয় পড়ে যায়। এরপরই দুই ভাইয়েরই কুয়োর মধ্যে মৃত্যু ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তবু যদি দেহে প্রাণ থাকে এই ভেবে গ্রামবাসীরা কুয়ো থেকে তড়িঘড়ি উদ্ধার করে দুই ভাইকে। তবে উদ্ধারের পরই তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ সেখানে পৌঁছে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতদের বাবা মুক্তার শেখ একজন প্রতিবন্ধী বৃদ্ধ। তিনি জানান, দুই ছেলে ছিল পরিযায়ী শ্রমিক। বড় ছেলে সামাদ শেখ কেরলে নির্মাণ শ্রমিকের কাজ করতো। আর ছোট ছেলে মিলন কলকাতায় কোন মজুরের কাজের লিপ্ত ছিল। লকডাউনে দুই ভাই বাড়ি ফিরে আসার পর বাড়িতেই ছিল। এদিনের এই দুর্ঘটনার পর পরিবারে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে।
পায়খানার চেম্বার পরিষ্কার করতে নেমে মৃত্যু দুই ভাইয়ের, শোক পরিবারে
  • Title : পায়খানার চেম্বার পরিষ্কার করতে নেমে মৃত্যু দুই ভাইয়ের, শোক পরিবারে
  • Posted by :
  • Date : June 11, 2021
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top