728x90 AdSpace

Latest News

Wednesday, 2 June 2021

বর্ধমানে উদ্ধার বিরল প্রজাতির বিশালাকার বিষধর

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পিলে চমকে যাওয়ার মতো দৃশ্য। খোদ বাড়ির পাঁচিলের ফাঁকে লুকিয়ে ছিল সাক্ষাৎ মৃত্যু দূত। তাও আবার অদ্ভুত দর্শন, ধবধবে সাদা, সম্ভবত বিরল প্রজাতির বিষধর। বাড়িরই একটি বাচ্চার আচমকাই খেলতে খেলতে নজরে আসে কিছু একটার নড়াচড়া করছে। বড়দের ডেকে দেখাতেই চক্ষু চড়কগাছ। কি করা যাবে ভেবে ওঠার মাঝেই খবর দেওয়া হয় বনদপ্তরে। শেষমেষ বনদপ্তরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচিলের দেওয়াল থেকে বেশ কিছুক্ষনের চেষ্টায় উদ্ধার করে বিশালাকার ধবধবে সাদা এক বিশাল সাপ কে। 

যদিও এদিনই উদ্ধারকারী দলের সদস্যরা এই সাপটি কোন প্রজাতির তা জানাতে পারেনি। তবে সাপটি যে বিরল প্রজাতির হতে পারে সে ব্যাপারে জানিয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের বেলকাশ পঞ্চায়েতের মিলিকপাড়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে। অদ্ভুত দর্শন সাপ উদ্ধারের খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় করেন ওই বাড়িতে। বনদপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে বর্ধমান রমনা বাগান ফরেস্টে নিয়ে গেছে।
বর্ধমানে উদ্ধার বিরল প্রজাতির বিশালাকার বিষধর
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top