Headlines
Loading...
ভাতারে অস্থায়ী সেতু ভেঙে বিচ্ছিন্ন একাধিক গ্রাম, পরিদর্শনে বিধায়ক

ভাতারে অস্থায়ী সেতু ভেঙে বিচ্ছিন্ন একাধিক গ্রাম, পরিদর্শনে বিধায়ক


ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: টানা তিনদিনের বৃষ্টির জেরে শেষমেশ ভেঙে গেল ভাতার-কামারপাড়া সহ ১০-১২টি গ্রামের মূল যোগাযোগকারী অস্থায়ী সেতু।ভাতারের কামারপাড়া রাস্তার উপর নারায়ণপুর গ্রামে একটি কাঁদরের ওপর সেতু ছিল। সেতুটির অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিবর্তে পাশেই তৈরি করে দেওয়া হয়েছিল আরেকটি অস্থায়ী সেতু। কিন্তু বুধবার ওই সেতুটি ভেঙে যাওয়ায় কার্যত ভাতারের সঙ্গে পার্শবর্তী গ্রামগুলির যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গেল। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ভাতারের বিধায়ক মানগোবিন্দ হাজরা। ছুটে আসে ব্লক ও পুলিশ প্রশাসন।

বিধায়ক আধিকারিকদের সঙ্গে কথা বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই এই সেতু মেরামতির বন্দোবস্ত করে দেওয়া হবে। উল্লেখ্য এই সেতুটি অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছিল। কারণ এই সেতুর পাশে দীর্ঘদিনের পুরোনো একটি সেতুর অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য পি ডব্লিউ ডি এই সেতুটি ভেঙে পাশেই একটি অস্থায়ী সেতু তৈরি করে দেয়। কিন্তু বর্ষা আসতেই কাঁদরে জল বাড়তে শুরু করে। পাশাপাশি গত তিনদিন টানা বৃষ্টিপাতের ফলে মাটি ধ্বসে সেতুটি ভেঙে যায়। যদিও পি ডাব্লু ডির আধিকারিকরা এই সেতু পরিদর্শনের পর দ্রুত সেতু নির্মাণ করে দেবার ব্যাপারে জানিয়েছে। অন্যদিকে যাতে ভাঙা সেতুর জন্য কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেও সজাগ রয়েছে পুলিশ প্রশাসন।
সব মিলিয়ে আপাতত ভাতার কামারপাড়া রাস্তায় ব্রিজ ভেঙে যাওয়ায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আজ।

0 Comments: