728x90 AdSpace

Latest News

Monday, 14 June 2021

বর্ধমানে ৩০৭৪ জন ওষুধ ব্যবসায়ী, কর্মচারীদের টীকাকরণ


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার সমস্ত ওষুধ ব্যবসায়ী ও কর্মচারীদের কোভিড ভ্যাকসিন দেবার কাজ শেষ হল। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে গত বৃহস্পতিবার এবং শুত্রুবার ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হয়। শনি ও রবিবার দেওয়া হয় ৪৫ বছরের উর্ধদের টিকা। জেলা ওষুধ ব‌্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ১৮ থেকে ৪৪ বছরের ভ্যাকসিনের জন্য আবেদন জমা পড়েছিল ২২৬২জন এবং ৪৫ উর্ধ আবেদন করেছিলেন ৮৮৪জন। এরমধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা ভ্যাকসিন নিয়েছে ২২৭৪জন। এবং ৪৫উর্দ্ধ ব্যক্তি ভ্যাকসিন নিয়েছেন মোট ৮০০জন।

বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের বর্ধমান শাখার প্রশাসনিক সম্পাদক গঙ্গাধর খান্ডেলওয়াল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবী দাওয়ার পর গত ১০জুন থেকে ১৩জুন পর্যন্ত জেলার সমস্ত ওষুধ ব্যবসায়ী ও কর্মচারীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হল। সব মিলিয়ে মোট ৩০৭৪জন ভ্যাকসিন পেয়েছেন। তিনি জানিয়েছেন, গত বছর করোনার সময় থেকেই জেলার ওষুধ ব্যবসায়ী এবং কর্মচারীরা লাগাতার জনস্বার্থে তাদের কর্তব্য পালন গেছেন। সাধারণ মানুষের যাতে প্রয়োজনীয় ওষুধ পেতে কোনো সমস্যা না হয় তার জন্য সারা বছর কাজ করে গেছেন। তাই সকলের স্বার্থে যারা এই করোনাকালেও কাজ করে যাচ্ছেন তাদের এবং তাদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য শেষ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হল।
বর্ধমানে ৩০৭৪ জন ওষুধ ব্যবসায়ী, কর্মচারীদের টীকাকরণ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top