728x90 AdSpace

Latest News

Wednesday, 2 June 2021

খণ্ডঘোষে বালি ঘাটের অস্থায়ী কাঠের সেতুর নীচে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: নদীর মধ্যে বন্ধ বালি ঘাটের বালির গাড়ি যাতায়াত করার অস্থায়ী কাঠের সেতুর নীচে জলে ভেসে এসে আটকে গেল অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ। এই ঘটনায় বুধবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার রূপসা ঘাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে এলাকার কিছু মানুষ দামোদর নদের উপর ঘুরে বেড়াতে ওই কাঠের সেতু দিয়ে যাবার সময় হঠাৎই লক্ষ্য করেন একটি দেহ কাঠের সেতুর নীচে আটকে রয়েছে। গ্রামবাসীদের ঘটনার খবর দেওয়া হলে পুলিশকে বিষয়টি জানানো হয়। খণ্ডঘোষ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নদী থেকে দেহটি উদ্ধার করে।


 স্থানীয়রা জানিয়েছেন, বাঁকুড়ার দিক থেকে জলের তোড়ে দেহটি ভেসে আসতে পারে। তারা জানিয়েছেন, দেহটি উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে দেখে বোঝা গেছে মৃত যুবক এই এলাকার বাসিন্দা নয়। তবে দেহের উপর অংশে কয়েকটি ক্ষত চিহ্নের নিদর্শন দেখা গেছে। সেক্ষত্রে নদীর মাছ বা অন্য প্রাণী সেই সমস্ত ক্ষত সৃষ্টি করতে পারে বলেও অনুমান করা হচ্ছে। যদিও পুলিশ দেহটি উদ্ধার করে আগামীকাল ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠাবে বলে জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।   
খণ্ডঘোষে বালি ঘাটের অস্থায়ী কাঠের সেতুর নীচে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top