728x90 AdSpace

Latest News

Thursday, 17 June 2021

বর্ধমানে বিজেপি নেতা খোকন সেন পুলিশের জালে, শহরের ৩নং ইছলাবাদ থেকে আটক, আলোড়ন


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বিজেপির বর্ধমান টাউন কো-কোনভেনর বিশ্বজিৎ সেন ওরফে খোকন সেনকে আটক করলো পুলিশ । বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশ তাকে আটক করে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খোকন সেনের বিরুদ্ধে একাধিক হিংসার অভিযোগ ছিল। আরো জানা গেছে, ভোট পূর্ববর্তী এবং পরবর্তী বেশ কিছু অভিযোগের ভিত্তিতে বিজেপির এই নেতাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নেতার বিরুদ্ধে একাধিক হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়া এবং জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সেই সমস্ত অভিযোগের তদন্ত করছিল। এদিন শহরের ৩নং ইছলাবাদ এলাকা থেকে খোকন সেনকে আটক করা হয় বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

                                              *বিস্তারিত আসছে 
বর্ধমানে বিজেপি নেতা খোকন সেন পুলিশের জালে, শহরের ৩নং ইছলাবাদ থেকে আটক, আলোড়ন
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top