728x90 AdSpace

Latest News

Saturday, 17 April 2021

ভোট শেষ হতেই স্বস্তির বৃষ্টি বর্ধমানে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পঞ্চম দফার নির্বাচনী উত্তাপের সাথে তাল মিলিয়ে শনিবার সকাল থেকেই আবহাওয়ার উষ্ণতাও ছিল তুঙ্গে। আর ভোট শেষ হতেই এদিন সন্ধ্যায় ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি রীতিমত স্বস্তি এনে দিল বর্ধমানে। এদিন বিকেলের পর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষনের মধ্যেই ঝড়ো হাওয়া বইতে শুরু করে। 


এমনিতেই বর্ধমান শহরে ভোটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের ঘটনার পর রাস্তাঘাটে লোকজন ছিল কম। আর বৃষ্টি নামতেই প্রায় জনমানুষ শুন্য হয়ে যায় শহরের রাস্তাঘাট। তবে গত কয়েকদিনের তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে এই বৃষ্টির খুব দরকার ছিল বলেই বলেছেন শহরবাসীর একাংশ।
ভোট শেষ হতেই স্বস্তির বৃষ্টি বর্ধমানে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top