728x90 AdSpace

Latest News

Thursday, 4 March 2021

বর্ধমান শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বৃহস্পতিবার ভর দুপুরে বর্ধমান শহরের ঢলদীঘি এলাকায় একটি বিদ্যুতের পোলে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বিদ্যুতের পোল থেকে আগুন ছিটকে এসে পড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ছাদে। সেটিতেও আগুন ধরে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় দোকানদাররাই তড়িঘড়ি আগুন নেভানোর কাজে নেমে পড়েন। ঘটনাস্থলের উল্টো দিকের একটি পেট্রোল পাম্প থেকে অগ্নি নির্বাপক স্প্রে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন স্থানীয়রাই। পরে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছালেও ততক্ষনে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। 


অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সঠিক সময়ে আগুন নেভানো না গেলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। কারণ যে বিদ্যুতের পোলে সর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল তার পাশেই ছিল বেশ কয়েকটি দোকান ও বাড়ি। জানা গেছে আগুন লাগার পরই স্থানীয়রাই দ্রুত বিদ্যুতের ট্রান্সফরমারের জাম্পার নামিয়ে দেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। 
বর্ধমান শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top