728x90 AdSpace

Latest News

Sunday, 7 March 2021

বিশ্ব নারী দিবসে বর্ধমান ওয়েভের নারী স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বিশ্ব নারী দিবসকে সামনে রেখে পিয়ারলেস হসপিটাল এবং বর্ধমান ওয়েভের যৌথ উদ্যোগে গুডশেড রোডের লায়ন্স ক্লাব অডিটোরিয়ামে মহিলা স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভার যায় আয়োজন করা হল। সভায় প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত চিকিৎসক সুদেষ্ণা মিত্র নাগ। মহিলাদের ডায়েট বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। তিনি বলেন ভালো খাবার বলতে দামী ফল বা বাজারের বিভিন্ন নামীদামী কোম্পানির খাবার নয়। বাড়িতে বা বাড়ির আশপাশে প্রতিদিন যেসব সবুজ শাকসবজি, ফলমূল পাওয়া যায় সেসবও প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। 


এদিনের অনুষ্ঠানে জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় সিঞ্জিনি রায়কে সংবর্ধিত করা হয়। উদ্যোক্তাদের পক্ষে সপ্তর্ষি ঘোষ জানান, নারী দিবসে নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার কারণেই এই অনুষ্ঠানে আয়োজন। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানে অংশ নেয়। বর্ধমান ওয়েভ ও পিয়ারলেস হাসপাতাল এর আগেও বর্ধমানে যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে।


বিশ্ব নারী দিবসে বর্ধমান ওয়েভের নারী স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top