Headlines
Loading...
বর্ধমানে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার খরিস গোখরো, আতঙ্ক

বর্ধমানে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার খরিস গোখরো, আতঙ্ক


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের রথতলা এলাকার একটি গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় সাড়ে ৪ফুটের খরিস গোখরো। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ির মালিক গোপাল ভাণ্ডারী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাথরুমের ভিতর এই বিষধর টিকে তিনি দেখতে পান। এরপর তিনি খবর দেন বর্ধমান সোসাইটি ফর এনিম্যাল ওয়েলফেয়ার সংস্থাকে। 

সেখান থেকে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে। সংস্থার পক্ষ থেকে অর্ণব দাস জানিয়েছেন, প্রায় সাড়ে চার ফুট লম্বা খরিস গোখরো সাপটি কে তারা খবর পাওয়ার পরই উদ্ধার করেছেন। সাপটিকে নিয়ে গিয়ে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে বসত বাড়িতে ভয়ানক বিষধর গোখরো সাপের দেখা মেলায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। 

0 Comments: