728x90 AdSpace

Latest News

Saturday, 6 February 2021

বর্ধমানে শুরু হল কাঞ্চন উৎসব, মঞ্চ মাতালেন মহিমা চৌধুরী ও তুষার কাপুরফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের কাঞ্চননগরে শনিবার থেকে শুরু হল ১৩তম কাঞ্চন উৎসব। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। অন্যান্য বছরের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ হিসাবে উপস্থিত হয়েছিলেন বলিউড ফিল্মস্টার মহিমা চৌধুরী এবং তুষার কাপুর। দর্শকদের মধ্যে এই অভিনেতা অভিনেত্রী কে সামনে থেকে দেখার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে অন্যান্য বারের তুলনায় এবছর মানুষের ঢল কিছুটা কমই লক্ষ্য করা গেছে।


কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস জানিয়েছেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষ কিছুটা সচেতনতা অবলম্বন করার কারণেই এবছর মাঠ কানায় কানায় পূর্ণ হয়নি। তবে উৎসবের বাকি দিনগুলিতে দর্শকদের আনন্দ দিতে হাজির থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী অনুপম রায়, দালের মেহেন্দী, উদিত নারায়ণ, মোনালী ঠাকুর, খেসারী লাল, মোহিত চৌহান, সুখবিন্দর সিং প্রমুখরা। তিনি আশা করছেন প্রতিদিন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উৎসব প্রাঙ্গনে এসে খ্যাতনামা শিল্পীদের গান শুনবেন। উৎসব শেষ হবে ১৪ফেব্রুয়ারি।
বর্ধমানে শুরু হল কাঞ্চন উৎসব, মঞ্চ মাতালেন মহিমা চৌধুরী ও তুষার কাপুর
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top