বর্ধমানে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত যুবক,উত্তেজনা
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার বর্ধমান শহর সফরের দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম বিকাশ ওরাং (৩৫)। বাড়ি বর্ধমান শহরের বেচারহাট এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকালে বেচারহাট এলাকায় ২ নং জাতীয় সড়কে সাইকেল নিয়ে রাস্তা পার হবার সময় একটি অজানা গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

- Title : বর্ধমানে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত যুবক,উত্তেজনা
- Posted by :
- Date : January 09, 2021
- Labels : latest, state, জেলা, রাজ্য
0 comments:
Post a comment