Headlines
Loading...
এসএফআইএর ৫০বছর পূর্তি মিছিল বর্ধমানে

এসএফআইএর ৫০বছর পূর্তি মিছিল বর্ধমানে


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভারতের ছাত্র ফেডারেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বর্ধমান ষ্টেশন থেকে টাউনহল পর্যন্ত মিছিল করল এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। টাউনহলে মিছিল শেষে সভাও করে এসএফআই। হাজির ছিলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ সিপিএমের রাজ্য কমিটির সদস্য অমল হালদারও। 


এদিন সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, তৃণমূল বা বিজেপি নয় এখনও বাংলার ছাত্র ও যুব সমাজ যে লালঝাণ্ডার ওপরই বিশ্বাস রেখেছে, ভালবাসে তার প্রমাণ এদিন বর্ধমান শহরের এই বিশাল মিছিল। তিনি জানিয়েছেন, বিজেপির জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবী সহ শিক্ষার সুস্থ পরিবেশ এবং সকলের জন্য শিক্ষা ও সকলের জন্য কাজের দাবীতে এই মিছিল সংগঠিত হচ্ছে সমস্ত জেলায় জেলায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});