728x90 AdSpace

Latest News

Wednesday, 30 December 2020

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মানে ভূষিত এন সি সি ক্যাডেট চেতনা রাহি


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান এন সি সি অফিসে সম্বর্ধনা দেওয়া হল আসানসোলের ক্যাডেট চেতনা রাহিকে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তার হাতে পুরস্কার তুলে দিলেন এন সি সি র কর্তারা। গত তিন বছরে  রাইফেল শুটিং এ অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে সে। চেতনা রাহি আসানসোল গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনবছর ধরে এন সি সি র সাথেও যুক্ত সে। গতবছর এন সি সি ইন্টার ডাইরেক্টরেট শুটিং প্রতিযোগিতার দুটি ইভেন্টে অংশ নিয়ে দুটি স্বর্ণপদক জিতে নেয় চেতনা। এছাড়াও অল ইন্ডিয়া জি বি মবলঙ্কর ট্রফিতেও শীর্ষে ছিল সে। জাতীয় পর্যায়ে দুটি ইভেন্টের একটিতে সে ব্রোঞ্জ জয় করেছে। অন্যটিতে পঞ্চম স্থানে ছিল। 


 এন সি সি র পক্ষে গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার রাকেশ শর্মা জানান এই কৃতিত্ব এই মেয়েটির নিজস্ব পরিশ্রম আর নিষ্ঠার জন্য। তিনবছর বাদে কোনো এন সি সি ক্যাডেট জাতীয় পর্যায়ে পদক বা এতগুলি কৃতিত্ব অর্জন করল। যদিও তার শিক্ষক ও প্রশিক্ষকরা তাকে সাহায্য করেছেন। আগামীদিনেও করে যাবেন। ব্রিগেডিয়ার জানান, তারা আশা করেন এই ক্যাডেট আগামীদিনে এশিয়াড বা  অলিম্পিকের মত প্রতিযোগিতায়  দেশের মুখ উজ্জ্বল করবে। অন্যদিকে চেতনা রাহি জানান, সন্মান পেয়ে তিনি খুশি। এই সম্মান তাকে আরো অনুপ্রাণিত করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মানে ভূষিত এন সি সি ক্যাডেট চেতনা রাহি
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top