728x90 AdSpace

Latest News

Thursday, 10 December 2020

কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর দাবিতে বাইক মিছিল ডিওয়াইএফআই-এর


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দীর্ঘ প্রায় ৯ বছর পর নজর কেড়ে পথে নামল ডিওয়াই এফআই। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় তাপবিদ্যুত কেন্দ্র দ্রুত রুপায়ণের দাবীতে জেলার ৪টি কেন্দ্র থেকে বিশাল বাইক মিছিল করল এদিন ডিওয়াইএফআই জেলা কমিটি। এদিন মিছিলের স্লোগান ছিল সব বেকারের কাজ চাই, শিল্প চাই, কাজ চাই।

এদিন এই কর্মসূচীর নেতৃত্ব দেন ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি এদিন জানিয়েছেন, কাটোয়ার তাপবিদ্যুত কেন্দ্র ২০১১ সালের পর যে গতিতে রূপায়ণ হওয়ার কথা ছিল – তা হয়নি। এমনকি এই রাজ্য সরকারের আমলে তাও হবে বলে তাঁরা মনে করছেন না। তবুও তাঁরা এই তাপবিদ্যুত কেন্দ্র দ্রুত রূপায়ণের দাবীতে এদিন এই বাইক মিছিল করেছেন। এদিন বর্ধমান, কালনা, সাতগেছিয়া এবং ফুটিসাঁকো থেকে বাইক মিছিল রওনা হয়ে শেষ হয় কাটোয়ার শ্রীখণ্ডে তাপবিদ্যুত কেন্দ্র সংলগ্ন এলাকায়।
কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর দাবিতে বাইক মিছিল ডিওয়াইএফআই-এর
  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

  1. রাজ্য সভানেত্রীর নাম মনীষা নয় মীনাক্ষী মুখার্জি

    ReplyDelete

Top