Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দকয়িত্বভার গ্রহণ করলেন মহ: এনাউর রহমান

পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দকয়িত্বভার গ্রহণ করলেন মহ: এনাউর রহমান


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার নতুন জেলাশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন মহ: এনাউর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আবেগঘন পরিবেশে সদ্য পাশের জেলা বীরভূমের জেলাশাসক পদে বদলি হয়ে যাওয়া বিজয় ভারতী পূর্ব বর্ধমানের দায়িত্বভার তুলে দিলেন এনাউর রহমানের হাতে।


উপস্থিত ছিলেন জেলার সমস্ত অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক সহ প্রশাসনিক অধিকারিকগণ। বিজয় ভারতী জানিয়েছেন, এই জেলায় কাজ করে খুব ভাল লেগেছে। তবে কিছু কাজ শুরু করেও শেষ করা হলোনা।তিনি জানিয়েছেন, নতুন জেলাশাসক এই জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই কাজ করবেন। 

0 Comments: