Home > রাজ্য > মেমারীতে অবৈধ বাজি উদ্ধার, গ্রেপ্তার ১ মেমারীতে অবৈধ বাজি উদ্ধার, গ্রেপ্তার ১ ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: কালীপুজো, দীপাবলী, ছটপুজোয় বাজি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। তারপরেও চোরাগোপ্তা বাজি বিক্রির অভিযোগে মেমারী থানার পুলিশ গ্রেপ্তার করল এক ব্যবসায়ীকে। ধৃতের নাম জয়ন্ত পাল। বৃহস্পতিবার সন্ধ্যেয় ক্রেতা সেজে মেমারীর চকদিঘী মোড় সংলগ্ন একটি স্টেশনারি দোকানে হানা দিয়ে প্রায় সাড়ে সাত কুইন্টাল শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। Title : মেমারীতে অবৈধ বাজি উদ্ধার, গ্রেপ্তার ১ Posted by : focusbengal Date : November 06, 2020 Labels : latest, state, ক্রাইম, জেলা, রাজ্য
0 comments:
Post a comment