Home > রাজ্য > বিহার বিজয়ে বর্ধমানে বিজেপির যুব মোর্চার বাইক মিছিল বিহার বিজয়ে বর্ধমানে বিজেপির যুব মোর্চার বাইক মিছিল ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কোভিড বিধিকে থোড়াই কেয়ার করে বর্ধমান শহরের উল্লাস মোড় থেকে কার্জন গেট পর্যন্ত বিহার বিজয়ের উল্লাসে বাইক মিছিলের আয়োজন করলো বিজেপির যুব মোর্চা। গেরুয়া আবির খেলে, ব্যান্ড পার্টির তালে তালে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে মোর্চার কর্মী সদস্যরা বিজয় উল্লাসে সামিল হয়। যদিও কারোর মুখে মাস্ক বা মাথায় হেলমেট ছিলোনা। Title : বিহার বিজয়ে বর্ধমানে বিজেপির যুব মোর্চার বাইক মিছিল Posted by : focusbengal Date : November 11, 2020 Labels : latest, state, জেলা, রাজনীতি, রাজ্য
0 comments:
Post a comment