বর্ধমানে গ্রাম সম্পদ কর্মীদের বিক্ষোভ
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গ্রাম সম্পদ কর্মীদের স্থায়ীকরণ, কর্মনিশ্চয়তা, ন্যুনতম ১৫০০০ হাজার টাকার মাসিক বেতন, স্বাস্থ্যসাথী ও জীবনবীমা চালুর দাবীতে সারা বাংলা গ্রাম সম্পদ কর্মী সংগঠনের ডাকে বুধবার বর্ধমানের কার্জনগেট চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন গ্রামসম্পদ কর্মীরা।

- Title : বর্ধমানে গ্রাম সম্পদ কর্মীদের বিক্ষোভ
- Posted by :
- Date : October 07, 2020
- Labels : latest, state, জেলা, রাজ্য
0 comments:
Post a comment