728x90 AdSpace

Latest News

Wednesday, 7 October 2020

বর্ধমানে গ্রাম সম্পদ কর্মীদের বিক্ষোভ


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:  গ্রাম সম্পদ কর্মীদের স্থায়ীকরণ, কর্মনিশ্চয়তা, ন্যুনতম ১৫০০০ হাজার টাকার মাসিক বেতন, স্বাস্থ্যসাথী ও জীবনবীমা চালুর দাবীতে সারা বাংলা গ্রাম সম্পদ কর্মী সংগঠনের ডাকে বুধবার বর্ধমানের কার্জনগেট চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন গ্রামসম্পদ কর্মীরা। একইসঙ্গে ৫ দফা দাবীর ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের জেলাশাসককে একটি স্মারকলিপিও দেওয়া হয়। অবিলম্বে দাবী পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।


বর্ধমানে গ্রাম সম্পদ কর্মীদের বিক্ষোভ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top