গত এপ্রিল মাস থেকে এই মূর্তি তৈরির কাজ শুরু করেছিলেন বিশ্বভারতী কলাভবনের শিল্পী রাজ চক্রবর্তী। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার নির্বাহী আধিকারিক অমিত গুহ, বিদ্যালয়ের প্রধানশিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী, সহ-প্রধানশিক্ষক অরুণাভ চক্রবর্তী, প্রাক্তন সম্পাদক স্বপন ব্যানার্জি সহ ৮৯ সালের প্রাক্তন ছাত্ররা।
স্কুলের প্রধান শিক্ষক শম্ভু নাথ চক্রবর্তী জানান, স্কুলের তরফে এদিন একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হল। এই ক্লাসরুমে ছাত্ররা সর্বাধুনিক প্রযুক্তিতে পড়াশুনা করতে পারবে। বিদ্যাসাগরের জন্মদিনে এটাই তাদের সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য। অন্যদিকে প্রাক্তন ছাত্ররা জানিয়েছেন, আজকের দিনে বিদ্যাসাগরের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।
0 comments:
Post a comment