728x90 AdSpace

Latest News

Monday, 13 July 2020

মেমারিতে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ, আহত ৬ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়েছে ১ শিশু সহ ৬ জন। ঘটনাটি ঘটেছে মেমারী থানার কিস্কিন্ধ্যা গ্রামে। আহতদের মধ্যে অবস্থা খারাপ থাকায় ৩ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। 


জানা গেছে, কয়েক দিন ধরে ঘরের রান্নার গ্যাস খারাপ ছিলো কিষ্কিন্ধা গ্রামের বাসিন্দা মর্জিনা বিবির। রবিবার সন্ধ্যায় মিস্ত্রী আসে সেই গ্যাস মেরামতি করতে। মেরামতির সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে। গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হন ৬ জন। তাদের মধ্য এক ৯ বছরের শিশুও হয়েছে। 


আহতদের দ্রুত মেমারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে মেমারী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেমারিতে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ, আহত ৬
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top