Headlines
Loading...
গন্ধগোকুল উদ্ধার

গন্ধগোকুল উদ্ধারফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার ঢুলুক গ্রাম থেকে উদ্ধার হলো একটি গন্ধগোকুল। স্থানীয় মানুষ এই প্রাণীটিকে শুত্রুবার সকালে আহত অবস্থায় ঘুরতে দেখে ভয়েস ফর ভয়েসলেস নামে একটি পশুপ্রেমী সংগঠনকে খবর দেয়। 

সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করে। উদ্ধারকারী সদস্য শুভেন্দু জানিয়েছেন, আহত গন্ধগোকুলটির প্রাথমিক চিকিৎসা করে বর্ধমান বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});