728x90 AdSpace

Latest News

Thursday, 23 July 2020

বাড়ির ছাদ বেয়ে নেমে এল কালো লোমশ, লাল চোখের প্রাণী, আতংক


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বাইরে লকডাউন, আর এরই ফাঁকে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বিরল প্রজাতির প্রাণী। আতংকে বাড়ির লোককেই বেরিয়ে আসতে হল রাস্তায়। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কালনাগেট, অরবিন্দ পল্লী এলাকায়।


বাড়ির কর্তা তাপস মজুমদার জানিয়েছেন, তাঁর বাড়ির পাশেই রয়েছে জঙ্গলে ঘেরা পুকুর। বৃহস্পতিবার সকালে হঠাৎই বাড়ির লোকের নজরে পড়ে ছাদের সিঁড়ি বেয়ে একটি কালো লোম ভর্তি, লাল চোখের লম্বা মতো একটি প্রাণী নীচে নেমে আসছে। 


আতংকে হুড়োহুড়ি করে ঘরের বাইরে বেরিয়ে আসেন সদস্যরা। তাপসবাবু জানিয়েছেন, প্রাণীটি নিচে ঠাকুর ঘরের সিংহাসনের তলায় ঢুকে পড়ে। এমনকি ঠাকুর ঘরে রাখা কিছু ফলও খেয়ে নেয়। এরপরই স্থানীয় কয়েকজনকে বিষয়টা জানালে তাঁরাই বনদপ্তরে খবর দেন। বেশকিছুক্ষন পর বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করেন প্রাণীটিকে। 


বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, প্রাণীটি বিরল প্রজাতির গন্ধগোকুল। এই প্রাণীরা সাধারণত পাখির ডিম, পোকামাকড় এমনকি ফলমূল খেয়ে অভ্যস্ত। এরা নখের সাহায্যে গাছ বা বাড়ির দেওয়াল বেয়ে ওপরে উঠে যেতে পারে। সচরাচর এদের গ্রামাঞ্চলে দেখতে পাওয়া গেলেও, ইদানিং শহরের বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে।

বাড়ির ছাদ বেয়ে নেমে এল কালো লোমশ, লাল চোখের প্রাণী, আতংক
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top