728x90 AdSpace

Latest News

Thursday, 28 May 2020

আমফুন পরবর্তী ঝড়ে পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আমফানের তান্ডবের রেশ কাটতে না কাটতেই বুধবারের বিকেলে ব্যাপক ঝড় বৃষ্টির জেরে চরম ক্ষতির মুখে পড়ল পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চল। তারমধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কালনা মহকুমার কালনা শহর, মন্তেশ্বর, মামুদপুর, কুসুমগ্রাম,পূর্বস্থলী, সমুদ্রগড় এলাকা এবং ভাতার ব্লকের বেশ কিছু অঞ্চল। জেলাশাসক বিজয় ভারতী জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। 


প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবল ঝড়ের দাপটে বিভিন্ন এলাকায় প্রচুর গাছ ভেঙে পড়েছে। একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। বিদ্যুতের তারের উপর গাছের ডাল পরে ছিঁড়ে যাওয়ায় বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। কয়েকশো কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। কিছু বাড়ির চাল উড়ে গেছে ঝড়ের তান্ডবে। গাছ পড়ে সারা রাত বন্ধ ছিল অনেক রাস্তা। নতুন করে চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। 
আমফুন পরবর্তী ঝড়ে পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
  • Title : আমফুন পরবর্তী ঝড়ে পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
  • Posted by :
  • Date : May 28, 2020
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top