728x90 AdSpace

Latest News

Monday, 25 May 2020

দুর্গাপুজোর মতই ঈদ কেও আম বাঙালির উৎসবের তকমা দেওয়া হোক - কুদরুতুল আবেদিন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দুর্গাপুজো হিন্দুদের নয়, বাঙালীর উৎসব। তেমনি ঈদ কেবল মুসলিম ধর্মাবলম্বী মানুষের নয়, এই উৎসবকেও আম বাঙ্গালীর উৎসবের তকমা দেওয়া হোক - এই দাবীকে জোরদার করার ডাক দিল বর্ধমান শহরের রাধানগর মুসলিমপাড়া লেনের হিন্দু ও মুসলিম সমস্ত শ্রেণীর মানুষরা। 

এদিন বর্ধমানের ক্রেতা সুরক্ষা আদালতের বিশিষ্ট আইনজীবী মহম্মদ কুদরুতুল আবেদিন জানিয়েছেন, ঠিক যেভাবে দুর্গাপুজো এখন বাঙালীর উৎসব হয়ে উঠেছে, আগামী দিনে ঈদও তেমনি যাতে বাঙালীর উৎসব হয়ে ওঠে তার জন্য তাঁরাই প্রথম এই ডাক দিলেন। আর তাই এদিন এই এলাকার হিন্দু ও মুসলিম সমস্ত ধর্মের প্রায় ২০০জন মানুষের হাতে তুলে দেওয়া হল শাড়ি, লুঙ্গি, মাস্ক প্রভৃতি। 

তিনি জানিয়েছেন, একইভাবে তাঁরা দুর্গাপুজোর দিনেও এই কর্মসুচী পালন করবেন। এদিকে, সোমবার পবিত্র ঈদে বর্ধমান শহরের বেশ কয়েকটি জায়গায় সামাজিক দূরত্ব মেনেই ঈদের নামাজ পড়ানো হয়েছে। 
দুর্গাপুজোর মতই ঈদ কেও আম বাঙালির উৎসবের তকমা দেওয়া হোক - কুদরুতুল আবেদিন
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top