728x90 AdSpace

Latest News

Monday, 20 April 2020

একটি গাভী জন্ম দিলো তিনটি বাছুরের, দেখতে লকডাউন ভেঙে মানুষের ভিড়


ফোকাস বেঙ্গল ডেস্ক,কেতুগ্রাম: পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের নারেঙ্গা নতুনপল্লীতে একটি গরুর তিনটি বাচ্চা হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার ব্যতিক্রমী এই ঘটনার খবর রটে যেতেই আশপাশের মানুষ লকডাউন উপেক্ষা করেই ভিড় করতে শুরু করেন স্থানীয় রতন পরামনিকের বাড়িতে। 

এদিকে এদিনই স্কুলে স্কুলে সরকারি চাল,আলু বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকেই নতুনপল্লী এলাকায় রতন পরামানিকের বাড়িতে একটি গরুর তিনটি বাছুর হওয়ার খবরে প্রচুর মানুষ ভিড় করতে থাকায় ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিরুল হক ঘটনাস্থলে পৌঁছান। তিনিই মানুষদের বোঝান এই সময় একজায়গায় ভিড় যাতে না করেন।
পাশাপাশি খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য ওই স্থানে উপস্থিত হয়ে মানুষদের একই কথা বলেন।

অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক মোজাফ্ফর সাহেব জানান, একসঙ্গে তিনটি বাছুরের জন্ম হওয়ার ঘটনা অত্যন্ত ব্যতিক্রমী। তিনি জানিয়েছেন, এক্ষেত্রে অনেকসময় সদ্যজাতদের দুধ দেওয়ার ক্ষেত্রে মায়েদের সমস্যা হয়। তখন আলাদা করে এই বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করতে হয়। পাশাপাশি, বাচ্চাগুলোর ওপর নজর রাখতে হয়। যদিও রতন বাবু জানিয়েছেন, সদ্যজাত বাছুর তিনটি সুস্থ আছে।
একটি গাভী জন্ম দিলো তিনটি বাছুরের, দেখতে লকডাউন ভেঙে মানুষের ভিড়
  • Title : একটি গাভী জন্ম দিলো তিনটি বাছুরের, দেখতে লকডাউন ভেঙে মানুষের ভিড়
  • Posted by :
  • Date : April 20, 2020
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top