728x90 AdSpace

Latest News

Monday, 30 March 2020

বাজারে ওষুধের যোগান স্বাভাবিক, আশ্বস্ত করলো বেঙ্গল ড্রাগিষ্ট এন্ড কেমিষ্টের বর্ধমান শাখা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: লক ডাউন পরিস্থিতিতে ওষুধের কোনো ঘাটতি নেই। এমনকি ওষুধের অভাবে কেউ যাতে কষ্ট না পান সেজন্য বেঙ্গল ড্রাগিষ্ট এন্ড কেমিষ্টের বর্ধমান শাখা চালু করলেন ২৪  ঘন্টার আপদকালীন পরিষেবা। সোমবার জেলাশাসকের সংগে বর্ধমান শহরের ওষুধ ব্যবসায়ীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে সংগঠনের সম্পাদক মৃনাল তা এবং সদস্য গঙ্গাধর খান্ডেলওয়াল জানিয়েছেন, করোনা পরিস্থিতি তথা লকডাউনের জেরে দু একটি ওষুধের সরবরাহে একটু ঘাটতি থাকলেও তা কোনো সমস্যা সৃষ্টি করবে না। সমস্ত ওষুধের দোকান খোলা থাকছে। ওষুধ সরবরাহের কোনো সমস্যাও নেই এই মুহুর্তে। তিনি জানিয়েছেন, অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই।ইতিমধ্যেই তাঁরা একটি হেল্প লাইন চালু করেছেন। 

যার নম্বর দুটি হলো - ৯৪৩৩৩০৬৭৯১ / ৯৪৭৫৮০৯০৫০ এই নাম্বারে কেউ ওষুধ না পেলে তাঁদের জানালে তাঁরা ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ওষুধ পৌঁছে দেবেন। এছাড়াও একটি ইমেল চালু করা হয়েছে - saradapharmacyad@gmail.com তবে সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে, যাঁরা বয়স্ক এবং যাঁদের ওষুধ আনার জন্য লোকের অভাব রয়েছে।
বাজারে ওষুধের যোগান স্বাভাবিক, আশ্বস্ত করলো বেঙ্গল ড্রাগিষ্ট এন্ড কেমিষ্টের বর্ধমান শাখা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top