728x90 AdSpace

Latest News

Friday, 21 February 2020

গলসিতে আগূনে ভস্মীভূত বিজেপির পার্টি অফিস সহ তৃণমূলের দোকান ও ঘর, উত্তেজনা


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বৃহস্পতিবার রাতে আচমকা আগুনে বিজেপির একটি পার্টি অফিস সহ তিনটি দোকান ও দোকান লাগোয়া ঘর পুড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গলসী থানার উচ্চগ্রামে। 

জানা গেছে, উচ্চগ্রামে সেচ ক্যানালের বাঁধে রয়েছে বিজেপির একটি পার্টি অফিস এবং পার্টি অফিস লাগোয়া দোকান ও ঘর। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে পুড়ে যায় সবই। এই ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। 

বিজেপির অভিযোগ, তৃণমূলরাই তাঁদের অফিস পুড়িয়ে দিয়েছে। পাল্টা তৃণমূলের দাবী, তৃণমূলই যদি বিজেপির পার্টি অফিস পোড়াতো তাহলে তৃণমূল সমর্থকের দোকানও ঘর তাঁরা পোড়াতো না। এদিকে, দুপক্ষের এই চাপান উতোরে ব্যাপক উত্তেজনাও দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলসী থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
গলসিতে আগূনে ভস্মীভূত বিজেপির পার্টি অফিস সহ তৃণমূলের দোকান ও ঘর, উত্তেজনা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top