728x90 AdSpace

Latest News

Wednesday, 5 February 2020

শ্বাসনালিতে দুধ আটকে মারা গেল সদ্যজাত শিশু, নার্সিংহোমর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের


ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা:  নার্সিংহোমর আয়া সদ্যোজাত সন্তানকে দুধ খাওনোর সময় শিশুর শ্বাসনালীতে দুধ আটকে গিয়ে মারা গেল এক শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালনার বৈদ্যপুর মোড়ের ইভল্যান্ড নার্সিংহোমে। এই ঘটনায় নার্সিংহোমর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার।

জানা গেছে, কালনার সমুদ্রগড় এর বাসিন্দা তৃষিতা দত্ত হালদার গত ৩১ জানুয়ারি কালনার ইভল্যান্ড নার্সিংহোমে এক পুত্র সন্তানের জন্ম দেন। সেই বাচ্চাকে গতকাল ওই নার্সিংহোমের কর্মরত আয়া দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে তা আটকে গিয়ে মারা যায় শিশুটি। তারপরই ক্ষোভে ফেটে পড়েন ওই শিশুর পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে কালনা থানায় নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃত শিশুর পরিবার। 

পরিবারের অভিযোগ, কম পয়সায় উপযুক্ত ট্রেনিং ছাড়া আয়া নিযুক্ত করার কারণেই আয়ার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই শিশুর। তারপরই বুধবার সকালে অভিযোগ দায়ের করেন মৃত শিশুর পরিবার। যদিও এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
শ্বাসনালিতে দুধ আটকে মারা গেল সদ্যজাত শিশু, নার্সিংহোমর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top