728x90 AdSpace

Latest News

Monday, 20 January 2020

এনআরসি ও সিএএ-এর বিরোধিতায় গলসিতে তৃণমূলের বিশাল প্রতিবাদ মিছিল


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: এনআরসি ও সিএএ বাতিলের দাবিতে এবং দেশের আর্থিক সংকট ইস্যুর প্রতিবাদে সোমবার পূর্ব বর্ধমানের গলসিতে এক বিশাল মিছিল সংগঠিত করল গলসি ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস,মহিলা, জয় হিন্দ বাহিনী, এসসি এসটি, কিষান ও সংখ্যালঘু সেলের নেতৃবৃন্দ।

মিছিলে পা মেলালেন গলসি বিধানসভার বিধায়ক আলোক মাঝি, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন বাগ, গলসি ২ ব্লকের কার্যকরী সভাপতি নব হাজরা, ভুঁড়ি পঞ্চায়েত উপ প্রধান সুবোধ ঘোষ, জয় হিন্দ বাহিনীর নেতা গুল মোহাম্মদ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলের বিভিন্ন শাখা সংগঠনের অগুনিত কর্মী সমর্থকরা।
এনআরসি ও সিএএ-এর বিরোধিতায় গলসিতে তৃণমূলের বিশাল প্রতিবাদ মিছিল
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top