
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: একবার নয়, দু'দুবার টানা সাইরেনের আওয়াজে বৃহস্পতিবার সকালে হঠাৎই বর্ধমানের ট্রেজারি বিল্ডিংয়ের সামনে হৈ চৈ পরে গেল। পথচলতি মানুষ থেকে কোর্ট কম্পাউন্ড এলাকার ব্যবসায়ীরাও আচমকা এই সাইরেনের আওয়াজে চিন্তিত হয়ে পড়েন। কি কারণে হটাৎ সাইরেন বেজে উঠলো তা নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চা। অনেকেই ছুটে আসেন ট্রেজারি বিল্ডিংয়ের সামনে। কিন্তু কেন হটাৎ এই উচ্চ নিরাপত্তা বেষ্ঠিত জেলা কোষাগার ভবনে দু'দুবার সাইরেন বেজে উঠলো?
পি ডব্লিউ ডি-এর ইলেকট্রিশিয়ান সন্দীপ কুন্ডু জানিয়েছেন, এটি প্রতিবছরের রুটিন ব্যবস্থা। জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে প্রতিবছর ৩০ জানুয়ারি বেলা ১০টা ৫৯ মিনিট থেকে ১১টা ০১মিনিট পর্যন্ত এবং ১১টা ০২ মিনিট থেকে ১১টা ০৪ মিনিট পর্যন্ত দুবার এই সাইরেন বাজানো হয়। এরজন্য জেলা শাসকের দপ্তর থেকে প্রতিবছর লিখিত নির্দেশও দেওয়া হয়। তিনি জানিয়েছেন, জেলা কোষাগারের সাইরেন সিস্টেম ঠিকঠাক আছে কিনা তাও এদিন দেখে নেওয়া হয়। তবে মূলতঃ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর তাঁর তিরোধান দিবসে এই ব্যবস্থা চালু আছে বলে সন্দীপ বাবু জানিয়েছেন।
0 comments:
Post a comment