728x90 AdSpace

Latest News

Thursday, 30 January 2020

২ ফেব্রুয়ারী কাঞ্চন উৎসবের উদ্বোধনে বর্ধমানে আসছেন রবিনা ট্যাণ্ডন, সুনীল শেট্টি


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ২ ফেব্রুয়ারী বর্ধমানে আসছেন বলিউডের দুই অভিনেতা অভিনেত্রী সুনীল শেট্টি এবং রবিনা ট্যান্ডন। ২ থেকে ১০ ফেব্রুয়ারী বর্ধমানের কাঞ্চননগরে অনুষ্ঠিত হতে চলেছে ১২তম কাঞ্চন উৎসব। আর এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানেই আসছেন বলিউডের এই দুই শিল্পী। 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই উৎসব কমিটির সভাপতি প্রাক্তন কাউন্সিলার খোকন দাস জানিয়েছেন, এবারে উৎসবের বাজেট ৩০ লক্ষ টাকা। ৯দিনের এই উৎসবে এই দুই বলিউডের শিল্পী ছাড়াও বিভিন্ন দিনে হাজির থাকছেন এক ঝাঁক মুম্বাইয়ের নামকরা গায়ক গায়িকারা। অন্যদিকে, উৎসবের মধ্যেই ৪ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত কাঞ্চন উৎসব তথা কঙ্কালেশ্বরী কালীমন্দির এলাকায় তৈরী হওয়া বৃদ্ধাশ্রম নবনীড়ের উদ্বোধন হবার বিষয়টিও এদিন ঘোষণা করেছেন খোকন দাস। 
২ ফেব্রুয়ারী কাঞ্চন উৎসবের উদ্বোধনে বর্ধমানে আসছেন রবিনা ট্যাণ্ডন, সুনীল শেট্টি
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top