728x90 AdSpace

Latest News

Thursday, 16 January 2020

বর্ধমানে আচমকা হানা বনদপ্তরের, উদ্ধার শতাধিক খাঁচাবন্দি পাখি


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সকাল থেকেই ওৎ পেতে বসেছিলেন ওয়াইল্ড লাইফের  সদস্যরা। আর বেলা হতেই হাতেনাতে ফলও পেলেন। বৃহস্পতিবার সকালে বর্ধমানের সদরঘাটে ঘুড়ির মেলা মাঠ থেকে অবৈধ ভাবে বিক্রি করতে নিয়ে আসা খাঁচা বন্দি শতাধিক পাখি বাজেয়াপ্ত করল জেলা বনদপ্তরের কর্মীরা। যদিও বিক্রেতারা সবাই পালিয়ে যাওয়ায় কাউকেই গ্রেফতার করতে পারেননি অভিযান চালাতে যাওয়া কর্মীরা। 

বনদপ্তর সূত্রে জানা গেছে, এদিন সকালে সদরঘাটের মেলার মাঠ থেকে খবর পৌঁছায় যে প্রচুর বিভিন্ন প্রজাতির পাখি খাঁচা বন্দি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। আর এরপরেই বনদপ্তরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সমস্ত খাঁচা সহ পাখি আটক করে। জানা গেছে, প্রায় ১০০ টি টিয়া, ৩০টি বদরি এবং ১০টি ককটেল পাখি উদ্ধার করেছে বনদপ্তর। পাখি গুলোকে নিয়ে যাওয়া হয়েছে রমনা বাগান জুওলজিকাল পার্কে।
বর্ধমানে আচমকা হানা বনদপ্তরের, উদ্ধার শতাধিক খাঁচাবন্দি পাখি
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top