
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান সদর থানার অধীনে দামোদর নদের চড় থেকে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল নদের দু'পাড়েই। এদিন দুপুর প্রায় ২টা নাগাদ রায়না থানার বাঁধগাছা এলাকার স্থানীয় কিছু মানুষ লক্ষ্য করেন নদের জলে একটি দেহ ভাসছে। প্রথমে রায়না থানায় ঘটনাটি জানায় স্থানীয়রাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে যে নদের যে জায়গায় মৃতদেহ টি ভাসছে সেটি বর্ধমান থানার অধীনে। আর এরপর খবর দেওয়া হয় বর্ধমান থানায়। বর্ধমান থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
এদিকে রীতিমত জুতো,জামা, প্যান্ট, জ্যাকেট পরিহিত অবস্থায় নদের যে স্থান থেকে দেহ উদ্ধার হয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন এটি খুনের ঘটনাও হতে পারে। যদিও ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই জানানো সম্ভব নয় বলেই পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মৃতদেহটি বেশ কয়েকদিন জলে পড়েছিল। আর এর ফলে দেহটিকে এখনই সনাক্ত করা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে। এদিকে নদের যে স্থানে দেহটি উদ্ধার হয়েছে সেখানে কি ভাবে সে পৌছালো এবং কেনই বা রীতিমত জুতো, জ্যাকেট ও জামা প্যান্ট পরিহিত অবস্থায় উদ্ধার হল সেই নিয়েও রহস্য দানা বেঁধেছে।
0 comments:
Post a comment