
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুক্রবার বর্ধমানের নীলপুর পীড়তলা এলাকা সি এ এ র সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। এই জনসংযোগ যাত্রায় বেড়িয়ে নৈহাটির ঘটিনায় এন আই এ তদন্তের দাবী জানালেন তিনি।
একইসঙ্গে রাহুল সিনহা অভিযোগ করলেন, বর্ধমানের খাগড়াগড় কান্ড থেকে মমতা বন্দোপাধ্যায় কোনো শিক্ষা নেননি। কার্যত, গোটা পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদী আতংকবাদীদের আঁতুড় ঘরে পরিণত হয়েছে। বাজি কারখানার আড়ালে ভয়ানক বিস্ফোরক তৈরী করা হচ্ছিল এটা তারই প্রমাণ।
তিনি বলেন, যদি এই ঘটনায় মমতা বন্দোপাধ্যায় সততা রাখতে চান তাহলে তিনিই কেন্দ্রীয় সরকারের কাছে এন আই এ র তদন্ত দাবি করুন। মুখ্যমন্ত্রীর ক্ষতিপুরন দেবার ঘোষণায় রাহুল সিংহ বলেন, ক্ষতিপুরন দিয়ে আসল ঘটনাকে আড়াল করার চেষ্টা হচ্ছে।
0 comments:
Post a comment