728x90 AdSpace

Latest News

Tuesday, 28 January 2020

কালো বেলুন উড়িয়ে এনআরসির প্রতিবাদ জামালপুরে


ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: সোমবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর হালাড়া মোড় থেকে এন আর সি এবং সিএএ-র প্রতিবাদে বুদ্ধিজীবীরা মিছিলে হাঁটলেন। জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এই মিছিলটি সংঘটিত হয়। মিছিলে হাজির ছিলেন সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। 


মিছিলে অংশ নিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ চিকিৎসক, আইনজীবী, কবি-সাহিত্যিক ,অভিনেতা, সংগীতশিল্পী থেকে শুরু করে আদিবাসী মানুষরাও। এদিনের মিছিলের মূল আকর্ষণ ছিল অসংখ্য কালো বেলুন সহ জাতীয় পতাকা, বিভিন্ন মনীষীদের ছবি ও বাণী সম্মলিত প্লাকার্ড। এদিন জামালপুর নাগরিক কল্যাণ সোসাইটির সভাপতি মেহমুদ খান জানিয়েছেন, বর্তমানে ভারতবর্ষে আকাশে যে কালো ছায়া নেমে এসেছে, তার প্রতিবাদ জানাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি জানান, এই ধরনের কালো বেলুন সহযোগে এনআরসির প্রতিবাদে মিছিল এর আগে দেখা যায়নি। তিনি জানিয়েছেন, গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই সোসাইটির পক্ষ থেকে এন আর সির প্রতিবাদে মিছিল করা হবে।
কালো বেলুন উড়িয়ে এনআরসির প্রতিবাদ জামালপুরে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top