
এম কৃষ্ণ,পূর্ব বর্ধমান: সিএবি আন্ত: জেলা অনুর্দ্ধ ১৯ ক্রিকেটে দুরন্ত জয় পেলো বর্ধমান ৷ ৩৫ রানে হারাল শিলিগুড়ি কে ৷ টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচের নায়ক বর্ধমানের অলরাউন্ডার ব্রজেশ্বর চট্টরাজ ৷ দু দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে বর্ধমান নির্ধারিত ৫৫ ওভারের খেলায় ৪৩.১ ওভারে ২৩৫ রানে অল আউট হয়ে যায় ৷ বর্ধমানের ব্রজেশ্বর চট্টরাজ একাই করে ১৩১ রান। তাও মাত্র ৯৭ বলে৷ ব্রজেশ্বরের ঝড়ো ইনিংস টি সাজনো ছিল ১৫ টি চার ও ১০ টি ছক্কা দিয়ে ৷ বোলিং এও ব্রজেশ্বর এবং অভি দেবনিধ ৪ টি করে উইকেট নেয় ৷
জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি ৫০.৩ ওভারে ২০০ রানে অল আউট হয়ে যায় ৷ দলের হয়ে অঙ্কিত সিং ৭৯ এবং আর্জুমান সিং ৬৬ রান করে৷ তবে আবহাওয়া বদলানোর মতোই ম্যাচের রং বদলাতে থাকে শেষের ৪০ ওভারের পর থেকে ৷ কখনও ম্যাচের রাশ বর্ধমানের হাতে আবার কখনো মনে হয় শিলিগুড়ির হাতে ৷ তবে শেষ হাসি হাসে কোচ সুব্রত ঘোষাল, সহকারী নাসিরুল হকের বর্ধমান ৷ মাঠে হাজির ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা ৷ ম্যাচের আম্পায়ার ছিলেন সিএবি নিযুক্ত অমিত রায় চৌধূরী৷ জয়ী বর্ধমান দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক থেকে ক্রিকেট সচীব এবং অন্য সদস্যরাও ৷
0 comments:
Post a comment