
ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: আমরা করবো জয়- এই কথা কে মাথায় রেখেই একটু একটু করে বেড়ে উঠছে ওরা ৷ বাঁকুড়ার জ্যোতি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের আবাসিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র ছাত্রীরা মেতে উঠলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। দৌড় থেকে শর্ট পার্ট, থ্রোবল নিক্ষেপ সহ আরো বিভিন্ন বিভাগে অংশ নিলো ছাত্র ছাত্রীরা ৷
শারীরিক ভাবে একটু পিছিয়ে পড়া এই ছাত্র ছাত্রীদের দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে হাজির থেকে উৎসাহ দিলেন বাঁকুড়া জেলার সদর মহকুমা শাসক সুদিপ্ত দাস, ছিলেন অতিরিক্ত জেলাশাসক অসিম কুমার বিশ্বাস, জনশিক্ষা প্রসারন আধিকারীক পার্থ সারথি কর, ১ নং ব্লক জনশিক্ষা প্রসারন আধিকারীক মহম্মদ ইলিয়াস সহ বিশিষ্ঠ ব্যক্তিত্ব বর্গ৷
ক্রীড়া প্রতিযোগিতায় সফল ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্ট রা ৷ এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়েই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র ছাত্রীরা বুঝিয়ে দিলো তারা করবেই জয়, একদিন।
0 comments:
Post a comment