
ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পূর্ব বর্ধমানের গলসীর সেখ রুপেশ। তিনি পেশায় একজন ড্রাইভার। আর
চাঞ্চল্যকর এই খবরে আলোড়ন পড়েছে এলাকা জুড়ে।
সেখ রুপেশের বাড়ি গলসির ২ নং ব্লকের কুরকুবা পঞ্চায়েতের আস্করন গ্রামে।
রুপেশ জানিয়েছেন, এক আত্মীয় মারা যাওয়ায় তিনি মঙ্গলবার বিকেলে গলসি বাজারে ফল কিনছিলেন। ওই সময় দুশো টাকা তার পকেটে ছিল। তা থেকে তিনি ৬০ টাকা দিয়ে ডিয়ার ইভনিং লটারির দুটি সিরিজ টিকিট কেনেন ফল দোকানের সামনের লটারি কাউন্টার থেকে। তারপর রাত্রি ন'টার পর জানতে পারেন ওই দুটির মধ্যে একটি টিকিটে তার এক কোটি টাকা পড়েছে। বুধবার সকালে হতেই তিনি বর্ধমানের স্টেট ব্যাংকের মেন শাখায় যোগাযোগ করেন ও সেখানে জমা দেন তার ওই টিকিট। তারপর বেলা একটার সময় গলসীর ইন্ডিয়ান ব্যাঙ্কে যোগাযোগ করেন তার একাউন্টে টাকা নেওয়ার জন্য।
তবে শেখ রূপেশ জানিয়েছেন, নেশায় নয় সখে এক আধবার টিকিট কাটতেন তিনি। এদিনও হাতে কিছুটা সময় থাকায় হঠাৎই লটারির টিকিট কেটেছিলেন তিনি। তবে এই টাকা প্রাপ্তির ঘটনায় অভাবের সংসারে যে সচ্ছলতা আসবে সে ব্যাপারে তিনি আশাবাদী। এদিকে আচমকা এই টাকা প্রাপ্তির খবরে আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা গলসি জুড়ে।
0 comments:
Post a comment