
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নববর্ষের রাতে গলসীর শিকারপুরে বালির ওভারলোর্ডিং ডাম্পার উল্টে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় অবৈধ বালি খাদান উত্তপ্ত হয়ে উঠেছিল গলসী অঞ্চল। পুর্ব বর্ধমান জেলায় অবৈধ বালি খাদান নিয়ে পরপর অভিযোগ ওঠায় বালি খাদান কিভাবে চলবে তা নিয়ে আজ বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কয়েকদফায় বৈঠক হচ্ছে। জেলার সমস্ত বালিঘাটের মালিকদের নিয়ে বৈঠকে হাজির রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও। বিস্তারিত আসছে
0 comments:
Post a comment