728x90 AdSpace

Latest News

Thursday, 23 January 2020

হাওড়া স্টেশন থেকে ৫৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার এক


ফোকাস বেঙ্গল ডেস্ক,হাওড়া: গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে হাওড়া রেল স্টেশনের নতুন কমপ্লেক্সের ১৭/১৮নং প্লাটফর্মে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করলো জি আর পি থানার অফিসারেরা। 

জি আর পি সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১টা ৪৫মিনিট নাগাদ বিশেষ খবরের ভিত্তিতে হাওড়া জি আর পি ১৭/১৮নং  প্লাটফর্মে অভিযান চালায়। সেই সময় কালো রঙের একটি পিঠ ব্যাগ সহ জিশান সেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগে নতুন পুরানো ৫৪টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন উদ্ধার হয়। 

জি আর পি আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তি তার কাছে থাকা ফোনগুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জি আর পি সূত্রে জানা গেছে,  ধৃত জিশান সেখের বাড়ি মালদা জেলার আলিপুর থানার কালিয়াচকে। পুলিশ জানিয়েছে, উদ্ধার মোবাইল ফোনগুলো প্রাথমিক ভাবে চুরি করে নিয়ে আসা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। ধৃতকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি।
হাওড়া স্টেশন থেকে ৫৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার এক
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top