728x90 AdSpace

Latest News

Wednesday, 18 December 2019

বর্ধমানে এক চোখের ছাগল বাচ্চাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:  একচক্ষু ছাগলের বাচ্চাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের কাঞ্চননগরের ৩৫৫ নং এলাকায়। স্থানীয় বাসিন্দা চন্দনা সুরের বাড়ীতে বুধবার সকালে জন্ম নিয়েছে অদ্ভূত দর্শনের এক ছাগল বাচ্চা। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকার মানুষ এখন ভিড় জমাচ্ছেন চন্দনা সুরের বাড়ি। 

ক্রমশই ভাইরাল হয়ে উঠছে এক চোখের এই ছাগলের বাচ্চার ছবি। স্থানীয় বাসিন্দা মিনু মজুমদার জানিয়েছেন, এর আগে কখনও এই ধরণের ছাগলের বাচ্চা দেখেন নি। চন্দনা সুর জানিয়েছেন, অদ্ভূত দর্শন এই ছাগলের বাচ্চাটিকে নিয়ে তিনি স্থানীয় পশু চিকিৎসালয়ে যাবেন। বুধবার সকালে এই ছাগল বাচ্চাটি জন্মানোর পর প্রথমটা অনেকেই বুঝতে পারেননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হয়ে যায়। আর তারপরেই কৌতূহলি মানুষের ভিড় উপচে পড়েছে চন্দনা সুরের বাড়িতে।
বর্ধমানে এক চোখের ছাগল বাচ্চাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top