ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: চোখে তরল স্প্রে করে সোনা ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও সোনার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার রাতে বর্ধমানের আলমগঞ্জে এই ঘটনা ঘটেছে। ব্যবসায়ী শ্রীমন্ত বেরা সোনার দোকান বন্ধ করে মোটরসাইকেলে এক সঙ্গীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। গলি রাস্তায় ঢোকার মুখে তিন যুবক তাঁদের লক্ষ্য করে স্প্রে করে। চোখ জ্বলতে থাকায় বেসামাল হয়ে পড়েন তাঁরা। মোটর সাইকেল থেকে পড়ে যান দুজনেই। সেই সুযোগে ব্যাগ নিয়ে মোটর সাইকেলে চম্পট দেয় তিন যুবক। দুষ্কৃতীরা মোটর সাইকেলে এসে অপেক্ষায় ছিল। তাদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ। ব্যাগে কুড়ি গ্রাম সোনা ও এক লক্ষ টাকা ছিল বলে দাবি ওই ব্যবসায়ীর। বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Tuesday, 31 December 2019
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a comment