728x90 AdSpace

Latest News

Thursday, 12 December 2019

বর্ধমানে জেলাশাসকের কাছে সোনাজয়ী সর্বশ্রী


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আজকের দিনে যোগা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিদিন নিয়মিত যোগাসন করলে শরীর ও মন ভাল থাকে। বৃহস্পতিবার বর্ধমান শহরের শাঁখারীপুকুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী সর্বশ্রী মন্ডল স্কুল যোগা চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় গোল্ড মেডেল পাওয়ায় এদিন তাঁকে পুর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী সম্বর্ধনা দিলেন। 

এদিন সর্বশ্রী মন্ডল জানিয়েছে, তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ। সামনেই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা রয়েছে। এছাড়াও নিয়মিত এই যোগার অভ্যাস করার জন্য আর্থিক সংকটও রয়েছে। তাই এদিন জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, সর্বশ্রী খুব ভাল মানের যোগা প্রতিযোগী। আগামী দিনে যোগার শিক্ষক হবার সম্ভাবনা রয়েছে। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক কারণে তার যাতে কোনো সমস্যা না হয় সেটা তিনি দেখবেন।
বর্ধমানে জেলাশাসকের কাছে সোনাজয়ী সর্বশ্রী
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top