

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে গোটা জেলায় শুরু হল নবান্ন উৎসব। প্রথা ঐতিহ্য এবং পরম্পরা মেনে বছরের শুরুর প্রথম উৎপাদিত ধানের চাল দিয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে সর্ব্বমঙ্গলা মন্দিরে। আর রবিবার সকাল থেকেই মন্দিরে আছড়ে পড়ল ভীড়। নতুন চাল, নতুন গুড়ের পায়েস প্রভৃতি দিয়ে এদিন পুজো দিলেন সাধারণ মানুষ। উল্লেখ্য, নিয়ম মেনেই নবান্ন উৎসবে দেবী সর্বমঙ্গলাকে ভোগ নিবেদন করে জেলার গ্রামাঞ্চলে শুরু হয় বিভিন্ন দিনে নবান্ন উৎসব।